Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে ট্রাফিক বক্সে হামলা, ৩ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৫:১৩ | আপডেট: ৭ জুন ২০২২ ১৬:৪৯

ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেটসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে স্থানীয়রা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল দত্ত অপু, সার্জেন্ট আলী হোসেন ও কনস্টেবল সিরাজুল ইসলাম।

আহতের মধ্যে এসআই উৎপল দত্ত অপুর হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত বাকি দুই পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, এসআই অপুর হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘সকালে জুরাইন পুলিশ বক্সের সামনে ইয়াছিন (৪০) নামে এক ব্যক্তি উল্টা পথে মোটরসাইকেল চালিয়ে আসছিল। সার্জেন্ট আলী হোসেন তাকে থামতে বলে। ইয়াছিনের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। তখন বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান ইয়াসিন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় ইয়াসিনকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদের ভুল তথ্য বোঝায়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামল করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।’

ওসি আরও বলেন, ‘মোটরসাইকেল চালক ইয়াসিনকে আটক করে শ্যামপুর থানায় নেওয়া হয়েছে। স্থানীয়রা পুলিশ বক্সে ভাংচুর করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ট্রাফিক পুলিশ বক্স হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর