Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদ্দূর রায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৭ জুন ২০২২ ১৫:০৪ | আপডেট: ৭ জুন ২০২২ ১৭:২৯

রোদ্দূর রায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় ইউটিউবার রোদ্দূর রায়কে (নামের বানান এটিই লেখেন তিনি।) গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে রোদ্দূরকে দেশটির পর্যটন শহর গোয়া থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তাদের সম্পর্কে কটূক্তি করে মন্তব্য করেন তিনি। যা নিয়ে রাজ্যটি তীব্র সমালোচনা তৈরি হয়। এ পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা হলো।

বিজ্ঞাপন

পুলিশের সূত্রমতে, রোদ্দূরকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে গোয়ায় তোলা হবে। এরপর তাকে কলকাতায় নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে’কে নিয়ে রোদ্দূর সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্কর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এছাড়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও কটূক্তি করেন।

এ ঘটনায় গত শনিবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। অভিযোগের বিষয়টি জানলেও ওই দিন কোনো আনন্দবাজারকে প্রতিক্রিয়া জানাতে চাননি রোদ্দূর রায়।

সারাবাংলা/এনএস

পশ্চিমবঙ্গ ভারত রোদ্দূর রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর