‘আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি কার্যক্রম’
৭ জুন ২০২২ ১৪:৪১ | আপডেট: ৭ জুন ২০২২ ১৫:১৪
চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে বিএম ডিপো এলাকায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এত ফায়ারম্যান এখন পর্যন্ত কোনো দুর্ঘটনায় মারা যাননি। নিহত ও আহতদের প্রতি আমাদের সমবেদনা। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসা শেষে বোঝা যাবে কেমন ক্ষতি তাদের হয়েছে।’
ডিপোতে বিস্ফোরণে আরও ২ জনের লাশ উদ্ধার
অগ্নিকাণ্ডের ঘটনায় আইনি পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে বেনজীর বলেন, ‘ইতিমধ্যে সরকার তদন্ত কমিটি করেছে। ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি করেছে। তদন্ত রিপোর্ট এলে আইনি কার্যক্রম শুরু করা হবে।’
উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে আইজিপি বলেন, ‘আশা করি দ্রুততম সময়ে উদ্ধার কাজ শেষ হবে। তবে এখনও পরিস্থিতি পুরো নিরাপদ নয়।
সারাবাংলা/এসএন/এমও
আইজিপি আইনি কার্যক্রম তদন্ত প্রতিবেদন বিএম কনটেইনার ডিপো সীতাকুণ্ডে আগুন