Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়ানী পৌরসভার মেয়র ফের গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৩:৫২

রাজশাহী: বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেফতার করা হয়েছে। বাঘা থানা পুলিশের সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার দিবাগত রাতে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৭ জুন) জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘তার (মেয়র) বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত বছরের জুলাইয়ে মেয়র মুক্তার আলী এলাকার এক কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষক। পরে পুলিশ বাসায় অভিযান চালায়। সেদিন বাড়ি থেকে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী এবং ভাতিজাকে গ্রেফতার করা হয়। এর কয়েকদিন পর পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার হন মুক্তার আলী।

ওই সময় মুক্তারের বিরুদ্ধে তখন কয়েকটি মামলা হয়। গ্রেফতার হয়ে তিনি কয়েকমাস কারাগারে থাকেন। স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে।

পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতে গিয়ে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি। এরপর আবার গ্রেফতার হলেন।

সারাবাংলা/এমও

আড়ানী পৌরসভা গ্রেফতার বাঘা উপজেলা মেয়র মুক্তার আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর