Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৩:২৮ | আপডেট: ৭ জুন ২০২২ ১৩:৩৭

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর ইসলাম ইমেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন শুধু ধোয়া বের হচ্ছে। কিছু কাপড়ের কনটেইনার রয়েছে। সেগুলো থেকে মাঝেমধ্যে আগুন দেখা গেলেও ছড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই।’

বিএম ডিপো এলাকাটি প্রায় ২৬ একর জায়গা নিয়ে জানিয়ে সেনাবাহিনীর এই কমান্ডিং অফিসার বলেন, ‘এখানে প্রায় চার হাজারের মতো কনটেইনার ছিল। কনটেইনারগুলো একটার ওপর একটা সারি করে রাখা ছিল। সেনাবাহিনীর সহায়তায় নিচেরটি বাদ দিয়ে ওপরের কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। নিচে যে কনটেইনার ছিল সেগুলোও একের পর সরানো হচ্ছে। সেনাবাহিনী এখন ফায়ার সার্ভিসকে নিয়ে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে। খুব সতকর্তার সঙ্গে এখানে কাজ করা হচ্ছে। যাতে নতুন করে কোনো বিস্ফোরণ না ঘটে।’

 

ডিপোতে বিস্ফোরণে আরও ২ জনের লাশ উদ্ধার

 

আরিফুর রহমান বলেন, ‘এরইমধ্যে ঢাকা থেকে সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত চৌকস বিশেষজ্ঞ দল এসেছেন। তারাও কাজে যোগ দিয়েছেন। নিচে যেসব কনটেইনার ছিল সেগুলো চেক করে ডাম্পিং করা হচ্ছে। তাতে নতুন করে এক্সপ্লোশন না ঘটলে আগুন ছড়ানোর কোনো চান্স নেই।’

‘বিএম ডিপো কর্তৃপক্ষের সহযোগিতায় যেসব কনটেইনারে রাসায়নিক ছিল তা শনাক্ত করে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরও কোনো কনটেইনারে রাসায়নিক দ্রব্যা রয়েছে কিনা তা বিশেষজ্ঞ দল দিয়ে চেক করা হচ্ছে। প্রথম দিনের পর আর কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আশা করছি তেমন কোনো বড় সমস্যা আর হবে না’, বলেন তিনি।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তবে নতুন করে কিছু ঘটলে সেটি ভিন্ন ব্যাপার। আমরা কাজ করে যা বুঝতে পারছি, আপাতত বড় কোনো সমস্যা নেই। এখন যে কয়টি কনটেইনার পড়ে রয়েছে সেগুলোতে কাজ করলে বোঝা যাবে। কোম্পানি কর্তৃপক্ষ বলেছে ওইসব কনটেইনারে কাপড় রয়েছে। আমরাও দেখছি যেগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। আর মাঝে মধ্যে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। এটাও অল্প সময়ের মধ্যে বন্ধ হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনী কাজে যোগ দেওয়ার পর থেকে সবার আগে সাধারণ জনগণের ভিড় সরিয়েছে। এরপর রাসায়নিক মিশ্রিত পানি ও ময়লা সাগরে যাওয়া বন্ধ করেছে। কনটেইনারগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় সব কিছু দিয়ে সহযোগিতা করা হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/এমও

আগুন কনটেইনার ডিপো বিএম কনটেইনার ডিপো সীতাকুণ্ড সীতাকুণ্ডে আগুন সেনাবাহিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর