Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১১:১৯

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর থেকে অজ্ঞাত (৪৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

মঙ্গলবার (৭ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী মমতাজ ফিলিংস স্টেশনের পূর্বপাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক নারীর রাস্তায় পড়ে আছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ধারনা করা হচ্ছে অজ্ঞাত ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

অজ্ঞাত নারী নারীর মরদেহ মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর