Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ২২:৩০

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে। না হলে দলটি বিলীন হয়ে যাবে।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় বাসাবো কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবুজবাগ থানার আওতাধীন ৪ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে, তার কবর রচনা হয়ে গেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনেই সবাইকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’

বিএনপি নেতারা আবারও ষড়যন্ত্র করছে দাবি করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ওরা বলে, পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। এর মাধ্যমে তারা কি বোঝাতে চায়? মনে রাখবেন, এটা ৭৫ সাল নয়, ২০২২ সাল। বাংলাদেশে আর পঁচাত্তর ফিরে আসবে না। বাংলার মাটিতে তাদের সে ষড়যন্ত্রের স্বপ্ন কখনোই সফল হবে না।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় গভীর সমবেদনা জানান সাবেক প্রতিমন্ত্রী নানক। তিনি বলেন, ‘যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে দ্রুত রোগ মুক্তি লাভ করবেন। চট্টগ্রামের যে সকল রোগীরা রয়েছেন এবং ঢাকায় যে সকল রোগীরা এসেছেন সবার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশে ইদ উৎসব চলছে উল্লেখ করে নানক বলেন, ‘পদ্মা সেতু উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরবাড়িগুলোতে সাজ-সজ্জা চলছে। বিভিন্ন জায়গা থেকে মেহমানরা আসবে, ব্রিজের উপর দিয়ে চলাচল করবে। এ উপলক্ষে ওই অঞ্চলের মানুষের মাঝে ইদ উৎসব। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। শুধু তাই নয়, এই সেতুটি নির্মাণের ফলে তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।’

বিজ্ঞাপন

দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মহানগরের অন্তর্গত বিভিন্ন কমিটিতে মূল্যায়ন করারও আহ্বান জানান তিনি।

সবুজবাগ থানার অর্ন্তগত ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। এছাড়াও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনসহ প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

অস্তিত্ব সংকট জাহাঙ্গীর কবির নানক নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর