Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন, ৩ জন খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৯:৩৭

হবিগঞ্জ: হবিগঞ্জে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার (৬ জুন) বেলা আড়াইটায় এ দণ্ডাদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস। দন্ডপ্রাপ্ত মনু মিয়া বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত ইয়াছিন উল্লার ছেলে।

ধর্ষণের অভিযোগে বানিয়াচং থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মনু পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে অপরাধ করে কেউ পার পায় না। বিচার হবেই। সাজা তাকে ভোগ করতেই হবে।’

সারাবাংলা/এমও

খালাস ধর্ষণ মামলা যাবজ্জীবন হবিগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর