Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

রাবি করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৯:২২ | আপডেট: ৬ জুন ২০২২ ১৯:২৬

রাবি: গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুন) দুপুর ১২টায় ঢাকায় স্বামীর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দিশার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আছে।

বিভাগ সূত্রে জানা যাচ্ছে, দু’বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। সোমবার দুপুর ১২টায় তার নিজ রুমে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই ছাত্রীর স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম ফারুক হোসাইন বলেন, ‘জান্নাতুল মাওয়া মারা গেছে এটা আমি নিশ্চিত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কেন এই ঘটনা সে সম্পর্কে আমি এখনও জানি না।’

সারাবাংলা/এমও

আত্মহত্যা গলায় ফাঁস রাবি ছাত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর