Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে আড়াই লাখ গলদা চিংড়ির রেণু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৮:২৩

মুন্সীগঞ্জ: লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ২ লাখ ৪৪ হাজার ৮০০ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে নৌ পুলিশ।

রোববার (৬ জুন) দুপুরে একটি পিকআপে করে কক্সবাজার থেকে দক্ষিণবঙ্গের সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পথে শিমুলিয়া ঘাট এলাকায় মাওয়া নৌপুলিশ এসব আহরণ নিষিদ্ধ চিংড়ির রেণু জব্দ করে।

এর আনুমানিক মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা। এসময় গাড়ি চালক মো. রোকনুজ্জামান (৩৫) ও হেলপার মো. রাসেল (৩২) নামে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপে তল্লাশি করে ৩৪টি ককশিট কার্টুনের মধ্যে গলদা চিংড়ির রেণু পাওয়া যায়। প্রতিটি কার্টুনের মধ্যে ৬টি করে পলিথিনের প্যাকেট ছিল। এসব প্যাকের প্রতিটিতে ১২শ’ করে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০০ গলদা চিংড়ির রেণু ছিল। যার অনুমানিক মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।

নিষিদ্ধ এ চিংড়ির রেণু পরিবহনের দায়ে পিকআপটির চালক মো. রোকনুজ্জামান ও হেলপার মো. রাসেল নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে।

পরে জব্দ করা রেণুগুলো লৌহজং উপজেলা পুরাতন থানা ভবনের কাছে পদ্মায় অবমুক্ত করা হয়।

সারাবাংলা/এমও

গলদা চিংড়ি রেণু জব্দ শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর