ডলারের দাম এখন ৯১ টাকা ৯৫ পয়সা
৬ জুন ২০২২ ১৭:০৫ | আপডেট: ৬ জুন ২০২২ ১৭:১৬
ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে আবারও কমলো টাকা মান। এবার প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমানো হলো ২ টাকা ৫ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ডলার বিক্রি হবে ৯১ টাকা ৯৫ পয়সা।
সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (সোমবার) বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ৯১ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।
এর আগে, গত ২ জুন প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমে ৯০ পয়সা। ওই দিন থেকে এক ডলারের দাম ৮৯ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৮৯ টাকা ৯০ পয়সায় ডলার কিনতে হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।
এর চার দিনের মাথায় এবারে ডলারপ্রতি আরও ২ টাকা ৫ পয়সা কমে গেল টাকার মান। ফলে এখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৯১ টাকা ৯৫ পয়সা দরে কিনতে হবে মার্কিন ডলার। এতে সপ্তাহের ব্যবধানেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ২ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় রেকর্ড পরিমাণ আমদানি ব্যয় বেড়েছে। এতে করে ডলারের ওপর চাপ পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ (সোমবার) থেকে বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলার বিক্রি করছে ৯১ টাকা ৯৫ পয়সায়।
আরও পড়ুন-
- খোলা বাজারে ডলার ছাড়াল ১০০ টাকা
- ডলারের বিপরীতে ফের কমল টাকার মান
- ডলারের বিপরীতে টাকার মান কমলো ৪০ পয়সা
- বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ডলারের দাম নির্ধারণ হবে
- ডলারের একক রেট ৮৯ টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের
- এক দিনে ডলারের বিপরীতে টাকার মান কমলো ৮০ পয়সা
- বিলাসপণ্যে বাড়তে পারে কর, ৩ প্রতিষ্ঠানকে রূপরেখা তৈরির নির্দেশ
জানা গেছে, আমদানি ব্যয় মেটাতে মার্কিন ডলারের ব্যাপক চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বাড়ছে ডলারে দাম। ফলে কমে যাচ্ছে টাকার মান। ডলারের কয়েক বছরের দর বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সায়। এ সময় মুদ্রাবাজার অনেকটা স্থিতিশীল ছিল। ২০২১ সালের শেষের দিকে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তা পরিশোধ করতে গিয়ে ডলারের চাহিদা বেড়ে যায়। ফলে কমতে শুরু করে টাকার মান।
২০২১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো এক ডলারের দাম ৮৫ টাকা ছাড়িয়ে যায়। এরপর চলতি বছরের ৯ জানুয়ারি ৮৬ টাকা ও গত ২৩ মার্চ আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর ২০ পয়সা বেড়ে হয় ৮৬ টাকা ২০ পয়সা। গত ২৭ এপ্রিল তা আরও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।
এরপর চলতি মে মাসে কয়েক দফায় ডলারের দাম ৩ টাকা ৫৫ পয়সা বেড়ে সবশেষ বৃহস্পতিবার ৮৯ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। জুনের প্রথম সপ্তাহেই আরও দুই দফায় ২ টাকা ৯৫ পয়সা কমে গেল টাকার মান।
সারাবাংলা/জিএস/টিআর