Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তথ্যে ভুল ছিল’, সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের ‘প্রকৃত সংখ্যা’ ৪১

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৭:১৪ | আপডেট: ৬ জুন ২০২২ ১৮:৩৭

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪১ জনের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রশাসন বলছে— আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল। নিহতের প্রকৃত সংখ্যা ৪১।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সোমবার (৬ জুন) দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে মরদেহ একবার গণনা করা হয়। ওই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ হয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আগে দেওয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে বলেন, ‘এখন নতুন কোনো মৃতদেহ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে।’

গতকাল রোববার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নিহতের সংখ্যা ৪৯ জন জানিয়েছিলেন। প্রশাসনের দেওয়া ওই তথ্য ধরে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়।

সারাবাংলা/একে

চট্টগ্রাম টপ নিউজ ডিপোতে বিস্ফোরণ বি এম ডিপো সীতাকুণ্ড ডিপো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর