নাইজেরিয়ার চার্চে বন্দুক হামলায় ৫০ প্রাণহানি
৬ জুন ২০২২ ১৩:০৬ | আপডেট: ৬ জুন ২০২২ ১৪:০০
নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যের অয়ো শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন।
রোববার (৫ জুন) সকালে পেন্টেকোস্ট হলিডের প্রার্থনা চলাকালে ভয়াবহ এ সহিংসতার ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে, দেশটির বিভিন্ন অঞ্চলে অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
অয়ো শহরের যে হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়, সেখানকার একজন ডাক্তার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০ এর কম নয়। তবে খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য এবং নিহতের সংখ্যা জানা যায়নি।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মামাদু বুহারি উপাসনাকারীদের ওপর এ ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, তারা যে কোনো মূল্যে এই আততায়ীদের খুঁজে বের করবেন এবং শাস্তি নিশ্চিত করবেন।
অপর এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেছেন, এ হামলায় মৃত্যুর কথা তিনি শুনেছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।
সারাবাংলা/একেএম