Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে বিস্ফোরণ: খোঁজ মিলছে না ফায়ার ফাইটার শফিউলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১২:১৮ | আপডেট: ৬ জুন ২০২২ ১৩:২০

সিরাজগঞ্জ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামের শফিউল ইসলাম (২২) নামের এক ফায়ার ফাইটার কর্মী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শফিউল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে।

শফিউল ইসলাম কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের খবর শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুণ্ডে শফিউলকে খোঁজার জন্য অবস্থান করছে তার পরিবারের লোকজন।

সোমবার (৬ জুন সকালে) নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ছিলেন। তিনিই একমাত্র উপার্জনের উৎস।

গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

আব্দুল মান্নান আরও বলেন, ‘এই অবস্থায় যদি শফিউলের কিছু হয়ে যায় তাহলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি একজন তাঁত শ্রমিক। অসুস্থতায় ভুগছি।’

বিজ্ঞাপন

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, ‘শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম।‌ তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউল নিখোঁজে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ ডিপোয় আগুন বিস্ফোরণ সীতাকুণ্ডু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর