Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোম্পানির নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ০০:১৪

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েবসাইটে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। সেখানে থাকে না সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন। এমনকি বার্ষিক প্রতিবেদনও থাকে না। ফলে এসব তথ্যের আলোকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় না। টেকনিক্যাল অ্যানালাইসিসে সঠিক ফল আসে না।

রোববার (৫ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ এই কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিজ্ঞাপন

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘কোম্পানিগুলোকে কয়েক দফা চিঠি দিয়ে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অনেক কোম্পানি তাতে কোনো সাড়া দেয়নি।’ তিনি স্বল্পতম সময়ের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা, অ্যানুয়াল রিপোর্ট ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সন্নিবেশিত করার আহ্বান জানান।

বিএসইসি কমিশনার বলেন, ‘বিএসইসি এ কারণে কারও বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে চায় না। তবে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে এই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এটি সবাইকে মনে রাখতে হবে।’

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেনন্টের সিইও রাশেদ হাসান, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর, ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

বিজ্ঞাপন

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ও মার্কেট ডেভেলেপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দল্লাহ। অনুষ্ঠানে সিএমজেএফ ফ্যামিলি ডে-২০২২ এর র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল বিজয়ীদের মধ্যে চাবি হস্তান্তর করা হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

কোম্পানি নির্ভরযোগ্য তথ্য বিনিয়োগ বাধাগ্রস্ত