যমুনা ব্যাংক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
৬ জুন ২০২২ ০০:০৬ | আপডেট: ৬ জুন ২০২২ ০০:০৭
ঢাকা: সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ২২ বছরে পদার্পণ উপলক্ষে গুলশানের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে ব্যাংকের লাভজনক তিনটি ডিপোজিট স্কিম (২২ কিস্তিতে লাখপতি স্কিম, যমুনা লাখ টাকা লাকি স্কিম, যমুনা প্রবাসী কল্যাণ স্কিম) ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত অলাভজনক যমুনা ব্যাংক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়।
যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হুসাইন, ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের সব কর্মকতা ও কর্মচারীসহ অনলাইনে যমুনা ব্যাংকের সব শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও
উদ্বোধন ফিজিওথেরাপি সেন্টার যমুনা ব্যাংক যমুনা ব্যাংক লিমিটেড