Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ বছরের ঊর্ধ্বে সবাই পাবে ভ্যাকসিন, কার্যক্রম শুরু জুলাইয়ে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ২৩:৪৮

ঢাকা: দেশের ৫ বছরের উপরে সবাইকে পর্যায়ক্রমে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

রোববার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে ও জাসদের সদস্য শিরিণ আখতারের এক সম্পুরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

আব্দুল লতিফের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সমগ্র জনগোষ্ঠীর ৮০ ভাগ লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ৫ বছরের উপরের সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। এ পর্যন্ত সর্বমোট ১২ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৪৩৬ জনকে প্রথম ডোজ এবং ১১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৩৭১ জনকে দ্বিতীয় ডোজ ও ভাসমান জনগোষ্ঠীর মোট ২ লাখ ৪৩ হাজার ৯১৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া ১ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬১০জনকে দেওয়া হয়েছে ভ্যাকসিনের বুস্টার ডোজ।’

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শেখ হাসিনা বার্ন ও প্লাটিক সার্জাারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ও প্লাটিক সার্জারিসহ দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন প্লাটিক ইউনিট স্বল্প পরিসরে চালু রয়েছে। এছাড়া গণপূর্ত অধিদফতর কতৃক দেশের পাঁচটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

৫ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর