Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডের ডিপোতে বিস্ফোরণ: প্রস্তুত ঢামেকের বার্ন ইউনিট ও ২টিম

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ২২:৪০

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসায় দুটি মেডিকেল টিম প্রস্তুত আছে। নির্দেশনা পেলেই তারাও চট্টগ্রাম যেতে প্রস্তুত। এছাড়া হাসপাতালের বার্ন ইউনিটে ১০ বেডের এইচডিইউ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৫ জুন) রাতে নাজমুল হক এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অনেকে প্রাণ হারিয়েছেন। বহু লোক আহত ও দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে। সীতাকুণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য গতকাল রাত থেকেই প্রস্তুত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

পরিচালক আরও বলেন, ‘আমাদের দুটি মেডিকেল টিম প্রস্তুত আছে। নির্দেশনা পেলেই তারাও চট্টগ্রামে যাবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে একটি হেল্পডেক্স খোলা হয়েছে। এছাড়া হাসপাতালের বার্ণ ইউনিটে এইচডিইউ প্রস্তুত আছে তাদের চিকিৎসার জন্য।’

নাজমুল হক বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায় গতকাল থেকে এই পর্যন্ত কোনো রোগী আমাদের হাসপাতলে আসেনি। তবে আমরা প্রস্তুত তাদের উন্নত মানের চিকিৎসা ও সেবা দেওয়ার জন্য।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টিম প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট প্রস্তুত