ইউক্রেনকে দূর পাল্লার অস্ত্র দিলে নতুন লক্ষ্যবস্তুতে আঘাত: পুতিন
৫ জুন ২০২২ ২১:১৬ | আপডেট: ৫ জুন ২০২২ ২১:৪৪
ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ না করলে মস্কো নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিম দেশগুলোকে এ হুঁশিয়ারি দেন। ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত সংঘাতকে দীর্ঘায়িত করবে বলেও সতর্ক করেছেন তিনি।
রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করব। আমরা এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানব যেখানে আমরা আগে আঘাত করিনি।
রোসিয়া-১ টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে পুতিন ঠিক কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বা মস্কো কী ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করতে পারে তা উল্লেখ করেননি।
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দেওয়ার দুই দিন পর পুতিন এমন হুঁশিয়ারি দিলেন। হিমার্স হলো ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র ইউনিট যা একই সঙ্গে ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হিমার্স সিস্টেমের আওতা রাশিয়ান সিস্টেমের তুলনায় কিছুটা বেশি। যার অর্থ হলো, মস্কোর নাগালের বাইরে থেকে কিয়েভ রুশ বাহিনীর উপর হামলা চালাতে পারবে।
সারাবাংলা/আইই