Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুবি করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৮:০১

খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হলরোডের একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ওই শিক্ষার্থীর নাম কাজল মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি মেসে থাকতেন। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।

পাশের কক্ষে থাকা সহপাঠী আতিকুল ইসলাম বলেন, ‘আজ আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

খুলনা বিশ্ববিদ্যালয় মরদেহ উদ্ধার শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর