Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা মালিকপক্ষের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৭:৫৫ | আপডেট: ৫ জুন ২০২২ ২১:১৪

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রত্যেকের পরিবারের সব সদস্যের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ওই ডিপোর মালিকপক্ষ স্মার্ট গ্রুপ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক এক ভিডিওবার্তায় বলেছেন, এ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ব্যয়ভারও গ্রহণ করবে প্রতিষ্ঠানটি।

রোববার (৫ জুন) বিকেলে এক ভিডিওবার্তায় স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী এ ঘোষণা দেন। সীতাকুণ্ডের বিএম কনটেইনার প্রতিষ্ঠানটি এই স্মার্ট গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ভিডিওবার্তায় স্মার্ট গ্রুপের জি এম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, বি এম কনটেইনার আমাদের অঙ্গপ্রতিষ্ঠান। কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও হতাহতদের জন্য আমরা গভীর দুঃখপ্রকাশ করছি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন, মহান আল্লাহর কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আরও পড়ুন- ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর: পুলিশ

মেজর (অব.) শামসুল বলেন, এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে সর্বোচ্চ (সহায়তা) এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা আমরা দিচ্ছি। সেইসঙ্গে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারের সব সদস্যের দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দিচ্ছি।

স্মার্ট গ্রুপের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠিত তদন্ত কমিটিকেও স্মার্ট গ্রুপের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে: সেনাবাহিনী

বিজ্ঞাপন

স্মার্ট গ্রুপের জিএম বলেন, এ ঘটনায় (স্মার্ট গ্রুপ) কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ সরকারের তদন্ত কমিটিকে সর্বোচ্চ সহায়তা প্রদানের ঘোষণা দিচ্ছি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা অথবা প্রতিপক্ষের কেউ সাবোট্যাজ ঘটিয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখতে সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে ‘চরম দুর্দিন’ অভিহিত করে মেজর (অব.) শামসুল সবার সাহায্য কামনা করেন।

এর আগে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। ডিপোতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সারারাত কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে সকালে তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী।

আরও পড়ুন- ২০ ঘণ্টাতেও নেভেনি ডিপোর আগুন, নিহত বেড়ে ৪৯

সবশেষ পরিস্থিতি জানিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম) জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।

এদিকে, ভয়াবহ এই আগুনে এরই মধ্যে ঝরে গেছে ফায়ার সার্ভিসের আট জন ফায়ার ফাইটারসহ ৪৯ জনের প্রাণ। দগ্ধ ও আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

টপ নিউজ বিএম কনটেইনার ডিপো স্মার্ট গ্রুপ স্মার্ট গ্রুপের জিএম হতাহতদের দায়িত্ব