Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৬:৩৫ | আপডেট: ৫ জুন ২০২২ ১৭:৫৬

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ জুন) বিকেলে পুলিশের চট্টগ্রাম জোনের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

ডিআইজি আনোয়ার বলেন, সবগুলো মরদেহের ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি ডিএনএ নমুনা সংরক্ষণ করার কাজও শুরু হয়েছে। পরিচয় নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করা হবে না।

সিএমপি কমিশনার এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সিআইডিকেও একই নির্দেশনা দিয়েছেন বলে জানান ডিআইজি। বলেন, এজন্য পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

এর আগে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে ওই ডিপোতে। রোববার (৫ জুন) বিকেল পর্যন্তও আগুন নেভানো সম্ভব হয়নি। শনিবার রাত থেকে ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। রোববার সকালে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।

রোববার বিকেল ৪টার দিকে পাওয়া শেষ খবর বলছে, ওই ডিপোর ধ্বংসস্তূপ থেকে ৮ ফায়ার ফাইটারসহ ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি আছেন আরও ১৩৫ জন। চট্টগ্রামের অন্যান্য হাসপাতালে আরও শতাধিক ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

টপ নিউজ ডিএনএ পরীক্ষা ডিপোতে আগুন সীতাকুণ্ডে আগুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর