Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের তিনদিন পর সুকানির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৬:৩৩

বরিশাল: নিখোঁজের তিনদিন পর বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদী থেকে ডুবে যাওয়া বাল্কহেডের সুকানি মিলন মোল্লার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।

শনিবার (৪ জুন) রাত ১০টায় বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার (২ জুন) ভোররাতে তুলাতলা নদীতে বালুভর্তি বাল্কহেড এমভি সালেহ-২ ডুবে সুকানি মিলন মোল্লা নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার করতে না পেরে দুদিন পর শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। এরপর শনিবার রাত ১০টায় এলাকার এক্সপার্ট লোকজন নেমে বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে মিলনের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া মিলনের মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

সারাবাংলা/একে

নিখোঁজ বরিশাল সুকানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর