৭ ফায়ার ফাইটারসহ নিহত ৩৯, হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে আহতদের
৫ জুন ২০২২ ১৪:১২ | আপডেট: ৫ জুন ২০২২ ১৫:৩০
ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ জনসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় গুরুতর আহতদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৫ জুন) দুপুরে আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।
আইএসপিআর জানায়, কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যারা গুরুতর হতাহত, তাদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। বাকিদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছে। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।’
রাসায়নিকে আগুন লাগলে কী করতে হয়?
এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দলটি কাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে। তাছাড়া বিস্ফোরণে আহতদের সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত থেকে কাজ করছে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল ও সিএমএইচ-এ স্থানাস্তরে সেনাবাহিনী অ্যাম্বুলেন্স সহায়তা করছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪ জন সদস্যসহ চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ডিপোর মালিক দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার ডিপোতে আগুন লাগে।
সেই আগুনে কেমিক্যাল কনটেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা। ভেঙ্গে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।
বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার রাত থেকে জ্বলতে থাকা আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪শ’র বেশি দগ্ধ ও আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
সীতাকুণ্ডের বিস্ফোরণে আহতদের পাশে ছাত্রলীগ
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, আহত শতাধিক
সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩২
সীতাকুণ্ডে হতাহতদের জন্য ক্রিকেটারদের সাহায্য প্রার্থনা
সীতাকুণ্ডে বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ ৩ জন বার্ন ইনস্টিটিউটে
‘হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসছে না’
সারাবাংলা/ইউজে/একে