Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামালের রিট শুনানি মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৩:৫৬ | আপডেট: ৫ জুন ২০২২ ১৫:০২

ঢাকা: গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের রিট শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।

রোববার (৫ জুন) ড. কামাল হোসেনের পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেন শাওন।

২০১৮-১৯ করবর্ষের জন্য ড. কামাল হোসেন তার আয়কর রিটার্ন ফাইলে বার্ষিক আয় দেখান ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা। এর বিপরীতে প্রযোজ্য ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করা হয় রিটার্ন ফাইলে।

এদিকে, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর উপ-কর কমিশনার এক আদেশে ড. কামালের আয় ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা নির্ধারণ করেন। নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা বিলম্ব মাশুলসহ ড. কামাল হোসেনের কাছে মোট ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা আয়কর দাবি করা হয়।

উপ-কর কমিশনারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ড. কামাল হোসেন কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। তবে ট্রাইব্যুনাল সেই আপিল খারিজ করে দেন।

পরে ড. কামাল হোসেনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। রোববার সেই রিটেরই শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ ড. কামাল হোসেন সংবিধান বিশেষজ্ঞ