Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিহত, নিখোঁজ ২

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১২:৩৮ | আপডেট: ৫ জুন ২০২২ ১৩:২৭

মনিরুজ্জামান

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিল্লা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (৫ জুন) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরও দুই কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া সাধারণ জনগণের মধ্যে ফায়ার সার্ভিসের কাছে থাকা তথ্য অনুযায়ী ১০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ১৫ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩২ জনে দাঁড়িয়েছে।

গত ৪ জুন দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রথম এ সংবাদ পায় ৯টা ২৫ মিনিটে। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও আশপাশের সকল ফায়ার স্টেশন দুর্ঘটনায় অংশগ্রহণ করে। দুর্ঘটনার একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফাস্টলাইনে কাজ করা কর্মীরা গুরুতর আহত হয়। এর মধ্যে পাঁচজন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। আরও ১৫ জন কর্মী সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই জনের সংবাদ পাওয়া যায়নি। এখন পর্যন্ত ২৫টি ইউনিট দুর্ঘটনাস্থলে কাজ করছে। চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, খাগড়াছড়িসহ বিভিন্ন আশপাশ এলাকা থেকে ফায়ার ইউনটি ঘটনাস্থলে নিয়োজিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ জনের বিশেষ হ্যাজমট টিম চট্টগ্রামে যাচ্ছে। হ্যাজম্যাট (হ্যাজারডাস মেটারিয়াল) টিমে এসব সদস্য দেশে-বিদেশে বিশষভাবে প্রশিক্ষিত।

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ ফায়ার সার্ভিসের কর্মী নিহত সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর