Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের জঙ্গিবাদ শেখাচ্ছে জামায়াতে ইসলামী: শাহরিয়ার কবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ২২:১৮

রাজশাহী: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জঙ্গিবাদ শেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর শতাধিক এনজিও রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে।’

শনিবার (৬ জুন) বিকালে রাজশাহীতে ‘রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে নির্মূল কমিটির জেলা ও মহানগর এ আয়োজন করে।

বিজ্ঞাপন

শাহরিয়ার কবির বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে জামায়াতের শতাধিক এনজিও রোহিঙ্গাদের জঙ্গিবাদ শেখাচ্ছে। তাদের জিহাদ শেখানো হচ্ছে। তারা বাংলাদেশ ও মিয়ানমারের একটা অংশ দখল করে স্বাধীন মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠার নীল নকশা করছে।’

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্পে স্কুল করতে চাইলাম। এনজিওগুলো বললো রোহিঙ্গারা জাতিগতভাবে মাদরাসা শিক্ষা গ্রহণ করে, স্কুল করা ঠিক হবে না। আমাদের স্কুল করতে দিল না। সরকার এসব এনজিওকে শনাক্ত করে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু আবার তারা নাম পরিবর্তন করে কার্যক্রম শুরু করে। একটা এনজিও তো সাতবার নাম পরিবর্তন করে রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালাচ্ছে। এসব এনজিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার না নিলে পরে পস্তাতে হবে।’

সভায় স্বাগত বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার। সঞ্চালনা করেন ছাত্রনেতা তামিম শিরাজী।

জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জঙ্গিবাদ জামায়াতে ইসলামী শাহরিয়ার কবির

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর