শত্রুরা ইসলামি প্রজাতন্ত্রের উৎখাত চায়: খামেনি
৪ জুন ২০২২ ২১:০০ | আপডেট: ৫ জুন ২০২২ ০৮:৩৬
ইরানে সম্প্রতি বিক্ষোভের নামে অস্থিরতা সৃষ্টির পেছনে শত্রুদের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। দেশটির ইসলামি প্রজাতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা উৎখাতেও তাদের ইন্ধন রয়েছে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৪ জুন) ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানের অদূরে বেহেশতে জাহরায় তার মাজার প্রাঙ্গণে হাজারো মানুষের সমাবেশের ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এমন আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, করোনা সংক্রমণের মুখে গত দুই বছর ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীর আয়োজন সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। সে সময় রীতি বহির্ভূতভাবে ইমামের মাজারে যাওয়া থেকে বিরত থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
ওই সমাবেশ থেকে তিনি বলেন, শত্রুরা ইরানি জনগণকে দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু, চেষ্টা কোনো দিনও সফল হবে না।
পশ্চিমারা ইরানের কোথাও বিক্ষোভ দেখলেই পুলকিত হয়, বিষয়টিকে অপব্যবহার করে তারা জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, বলেন আয়াতুল্লাহ খামেনি।
তিনি বলেন, মার্কিনিদের উপদেষ্টা হিসেবে কিছু বিশ্বাসঘাতক ইরানি যোগ দিয়েছে; যারা ওয়াশিংটনকে ভুল পরামর্শ দিচ্ছে। তারা যে শুধু ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই নয়, একাধারে মার্কিনিদের সঙ্গেও প্রতারণা করছে তারা। কারণ, ভুল তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র পরামর্শ পাচ্ছে। যা দিয়ে কোনো কাজ হচ্ছে না।
তিনি আরও বলেন, ইরানের ভেতরেই কিছু লোক ওয়াশিংটনের ওই সব বিশ্বাসঘাতক উপদেষ্টাদের বক্তব্য পুনরাবৃত্তি করছে। যুক্তরাষ্ট্রে বসে ইরানিদের চিন্তা-চেতনা উপলব্ধি করা সম্ভব নয়।
এখন ইসলামি বিপ্লবের প্রতি ইরানি জনগণের বিশ্বাস ও নির্ভরতা বিপ্লবের দিনগুলোর চেয়ে অনেক বেশি। এ ব্যাপারটি বুঝতে কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন খামেনি।
তিনি বলেন, শত্রুরা গ্রিসের উপকূলে তেল চুরি করার পর ইরানের সাহসী সেনারা শত্রুদের জাহাজ জব্দ করে। সঙ্গেসঙ্গে, পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে চুরি করার দায়ে অভিযুক্ত করা শুরু করে। খামেনির ভাষায়, ইরানের চুরি হয়ে যাওয়া তেল তারা কেবল ফিরিয়ে এনেছেন। চোর পশ্চিমারা, ইরানিরা চোর নন।
সারাবাংলা/একেএম
আয়াতুল্লাহ খামেনি ইরান ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি প্রজাতন্ত্র