Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকিত পদ্মা সেতু, জ্বলল সড়ক বাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ২১:০৫ | আপডেট: ৫ জুন ২০২২ ০০:২১

মুন্সীগঞ্জ: স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ১২ নাম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলো প্রজ্বলন করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলল।

পদ্মা সেতুর নির্বার্হী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৫ জুন বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদ্মা সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবেন না। এরই মধ্যে পদ্মা সেতুতে গাড়ি পারাপারে টোল নির্ধারণ করে দিয়েছে সরকার। একইসঙ্গে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে তাও নির্দিষ্ট করে দিয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। মূলসেতুর বাকি থাকা একভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান। এছাড়া গ্যাস পাইপলাইন ৯৯.২৫ ভাগ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের ৯৯ ভাগ অগ্রগতি হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ২৫ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর সড়ক পথ।

সারাবাংলা/এমও

পদ্মা সেতু মুন্সীগঞ্জ ল্যাম্পপোস্টের বাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর