Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৯:০৫

গাজীপুর: কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপের চালকসহ দু’জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক জিন্নাত (২৬) কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে ও পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬) একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টায় কাপাসিয়া থানাধীন রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকামুখী অনন্যা পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এছাড়া গুরুতর আহত অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। ওই দুর্ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।

সারাবাংলা/এমও

গাজীপুর নিহত ২ বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর