Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিত ৯৬ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৭:৫৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৯০৯ জন, অনুপস্থিত ৩০ জন।

শনিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক অধ্যাপক দিলারা রহমান। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শনিবার বেলা ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষাভবন এ, শিক্ষাভবন ডি এবং আইআইসিটি ভবনে ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯০৯ জন অর্থাৎ উপস্থিতির হার ৯৬ শতাংশ। অনুপস্থিত ৩০ জন অর্থাৎ ৪ শতাংশ।

এদিকে আগামী শুক্রবার (১০ জুন) ক ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সারাবাংলা/এসএসএ

শাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর