‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে’
৪ জুন ২০২২ ১৪:৫৩ | আপডেট: ৪ জুন ২০২২ ১৫:৩৮
ঢাকা: পদ্মা সেতুর জাতীয় সম্মান ও জাতির সক্ষমতার প্রতীক বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিসহ সবাইকে দাওয়াত দেওয়া হবে।
শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শিওর, শিওর।
বেগম খালেদা জিয়া দাওয়াত পাবেন কিনা? জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা তো দাওয়াত দেবো না কাউকে বলিনি! এখন বেগম খালেদা জিয়া তো নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। তারপর বিএনপি চেয়ারপারসন, আমরা নিয়ম জেনে, নিয়ম-কানুন জেনে দাওয়াত দেবো। বিএনপির নেতারা দাওয়াত পাবেন। অন্যান্য যারা তাদের শরিক দল বাম-ডান সবাইরে দাওয়াত দেবো।
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে চুয়াত্তরের দুর্ভিক্ষের পরিস্থিতি হতে পারে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা আবোল তাবোল বকছেন। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না। তারা মেট্রোরেলকে সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরপর বাস র্যাপিড ট্রানজিট; এগুলো তারা জীবনে দেখেওনি, করেওনি। শেখ হাসিনা করেছেন এজন্য তাদের বুকে ব্যথার জ্বালা জ্বলছে। সেজন্য এসব উদ্ভট কথাবার্তা বলছে।
ওবায়দুল বলেন, বিএনপি একটা বড় দল। ইলেকশনে আসুক। প্রতিদ্বন্দ্বিতা আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে আপনারা যদি মনে করেন হত্যা-সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আপনারা ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
সারাবাংলা/এনআর/এএম