বুস্টার ডোজ ক্যাম্পেইন শুরু, ৭ দিনে ১ কোটির বেশি লক্ষ্যমাত্রা
৪ জুন ২০২২ ১৪:২৩ | আপডেট: ৪ জুন ২০২২ ১৬:০৭
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বুস্টার ডোজ ক্যাম্পেইন শুরু হয়েছে। সাতদিন এ কর্মসূচি চলবে। এবার এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদফতরের।
শনিবার (৪ জুন) সকাল ৯টা থেকে এই বুস্টার ডোজ ক্যাম্পেইনের শুরু হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
তিনি বলেন, ‘দেশে এখনও প্রায় চার কোটির বেশি মানুষ বুস্টার ডোজের অপেক্ষায় আছে। আমাদের তাই লক্ষ্যমাত্রা যত বেশি সম্ভব মানুষকে বুস্টার ডোজ দেওয়া। এক কোটির বেশি মানুষকে এ সপ্তাহে বুস্টার ডোজের আওতায় আনা সম্ভব হতে পারে বলে আশা করছি।’
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি ভ্যাকসিন প্রয়োগ করা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।
এ ছাড়াও যেসব অস্থায়ী কেন্দ্রে দুদিন ভ্যাকসিন দেওয়া হবে সেসব কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে।
এর আগে, ৩১ মে স্বাস্থ্য অধিদফতর জানায়, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিন কার্ড।
বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সারাবাংলা/এসবি/একে