কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশের সবকিছু স্বাভাবিক: স্বাস্থ্যমন্ত্রী
৪ জুন ২০২২ ১৪:১২
মানিকগঞ্জ: কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম এবং বিশ্বের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আজকে কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশের সব কিছু স্বাভাবিক রয়েছে। অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রা সব স্বাভাবিক।
শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ বুস্টার ডোজ ভ্যাকসিন সপ্তাহ উদযাপন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ ও ১ কোটি ৭৭ লাখ দ্বিতীয় ডোজ দিয়েছি। বুস্টার ডোজ দেওয়া হয়েছে প্রায় দেড় কোটির মতো। আজকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে প্রায় ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহী উদ্দিন ও পৌর মেয়র মো. রমজান আলী।
সারাবাংলা/এএম