‘শেখ হাসিনা বগুড়া আর গোপালগঞ্জকে আলাদা করে দেখেন না’
৩ জুন ২০২২ ২২:৫১ | আপডেট: ৩ জুন ২০২২ ২২:৫৩
বগুড়া: জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, শেখ হাসিনা কখনও বগুড়া আর গোপালগঞ্জকে আলাদা করে দেখেন না। তিনি যেমন গোপালগঞ্জ-ফরিদপুরের উন্নয়ন করেন তেমনি বগুড়া-জয়পুরহাটেরও উন্নয়ন করেন। বগুড়ার মানুষের মাঝে যারা উন্নয়ন বা সরকার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা মানুষকে বোকা বানাচ্ছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা কখনও মাথা নত করেন না। একমাত্র আল্লাহপাক ছাড়া কারো কাছে মাথা নত করেন না। নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। আগে আপনারা দেশের টাকা লুটপাট করেছেন। আর আমরা দেশের টাকা লুটপাট না করে সেই টাকায় পদ্মা সেতু করেছি।’
শুক্রবার (৩ জুন) বিকেলে সাতমাথা মুজিব মঞ্চে জেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ স্বপন এসব কথা বলেন।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর পরিচালনায় যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক।
এর আগে, বগুড়া মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন বলেন, এই প্রতিষ্ঠানকে আমরা উত্তরবঙ্গের প্রতিবন্ধী শিক্ষার রাজধানী করতে চাই। যেন এখান থেকে রাজশাহী-রংপুর বিভাগের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা আলোকিত হতে পারে। যতগুলো প্রতিষ্ঠান আছে তারা এখান থেকে যেন সাপর্ট নিতে পারে।
তিনি বলেন, এমন কিছু করতে হবে যা করলে এত দিন যাদেরকে প্রতিবন্ধী মনে করে দূরে সরিয়ে রাখা হতো, পরিবারের জন্য বোঝা মনে করা হতো। এ রকম অপপ্রচার-কুসংস্কার সমাজে প্রচলিত ছিল। কিন্তু, প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল তিনি সবার সামনে তুলে ধরেছেন প্রতিবন্ধী আল্লাহর অভিশাপ নয় আশির্বাদ।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তছলিম উদ্দিন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, র্যাব ১২ সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সামির হোসেন মিশু।
সারাবাংলা/একেএম
গোপালগঞ্জ টপ নিউজ বগুড়া শেখ হাসিনা হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন