Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বড় নেত্রী’ করার আশ্বাসে ধর্ষণচেষ্টা, কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ২২:৫২

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে (৫০) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (৩ জুন) দুপুর ১২টায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ এরশাদনগরের ৫ নম্বর ব্লকে বসবাস করেন।

জানা যায়, কাউন্সিলর ফারুক আহমেদের সাথে দীর্ঘদিন ভুক্তভোগী ওই নারীর পরিচয় ছিলো। কাউন্সিলর ওই নারীকে ‘বড় নেত্রী’ বানানোর প্রলোভন দেখিয়ে গত ২৩ মে (সোমবার) ভুক্তভোগী ওই নারীর বাসায় প্রবেশ করেন। তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাও করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে পালিয়ে যায় কাউন্সিলর ফারুক আহমেদ।

ভুক্তভোগী নেত্রী বলেন, ‘কাউন্সিলরের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। প্রয়োজনে আমরা একে অপরের বাসায় গিয়েছি। তিনি ঘটনার দিন বাসায় এসে আমাকে ধর্ষণের চেষ্টা করেন।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমও

কাউন্সিলর গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশন ধর্ষণচেষ্টা বড় নেত্রী লিখিত অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর