Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির সঙ্গে মিটিংয়ের পর বোঝা যায়— এই নামে দল আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ২২:০৬ | আপডেট: ৩ জুন ২০২২ ২২:০৮

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ডান-বাম রাজনৈতিক ঐক্যের আহ্বানের জবাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘গতবারও তো বাম-ডান, অতিবাম-অতিডান সবার সঙ্গে ঐক্য করেছিলেন। ফলাফল মাত্র পাঁচ আসন।’

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা মহিলা লীগ আয়োজিত আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বিভিন্ন দলের সঙ্গে মিটিং শুরু করেছে। যেসব দলের সঙ্গে তারা বসছে, মিটিংয়ের পর মানুষ জানতে পারছে, এই নামে কোনো দল বাংলাদেশে আছে। বাস্তবে এসব দলের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ববিহীন দলের সঙ্গে মিটিং করে বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে। আমাদের দেশে নানা ধরনের পার্টি আছে- চোখে মলম মেখে দেওয়া পার্টি, মরিচের গুঁড়া মেরে দেxয়া পার্টি, রাতের বেলা মানুষ গুম করে এমন পার্টি। আবার এমন অনেক পার্টি আছে যাদের সভাপতি আছে সেক্রেটারি নাই, সেক্রেটারি থাকলে সভাপতি নাই। এ ধরনের পার্টির সাথে বিএনপি মিটিং করছে।’

বাম-ডান ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগেও ডান-বাম, অতিডান-অতিবাম সবার সঙ্গে ঐক্য করেছিল বিএনপি। সিটি পেয়েছে পাঁচটা। এখন আবার যেসব দলের সঙ্গে মিটিং করছে তাতে গতবারের চেয়ে ভালো ফল হবে বলে মানুষ মনে করছে না।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচন আসছে, সে জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। ছাত্রদল সন্ত্রাসী, অছাত্র, ছাত্রদের বাবাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ঘটিয়ে বলছে- পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানের মধ্য দিয়ে তারা দুটো বিষয় স্বীকার করেছে। একটি হচ্ছে- বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে। আরেকটি- তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু এতে লাভ হবে না। আওয়ামী লীগ গণমানুষের দল। বিএনপি-জামাতের সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আমাদের নারী কর্মীরাই যথেষ্ঠ।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, রেহেনা ফেরদৌস, খালেদা আক্তার চৌধুরী, রোকসানা নাছরিন, ফাতেমা বেগম, পাপড়ি সুলতানা, রেজোয়ানা শারমিন, রাহেলা বেগম রেখা।

সারাবাংলা/আরডি/একে

তথ্যমন্ত্রী বিএনপি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর