তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, সাবেক ননদের স্বামী আটক
৩ জুন ২০২২ ২২:১২ | আপডেট: ৩ জুন ২০২২ ২২:১৬
সিরাজগঞ্জ: এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামীর বোন জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সাইদুল ইসলাম উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত ফুলজার হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বাচ্চু বলেন, ‘দুই বছর আগে পারিবারিক সম্মতিতে কোহিত গ্রামের আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেছিল। বনিবনা না হওয়ায় ৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ওই সময় গ্রাম্য শালিসে আড়াই লাখ টাকা জরিমানাও দেয় আজিজুল হকের পরিবার। এ অবস্থায় তাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম অভিযোগের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে নির্যাতিত ওই তরুণী পাশের বাড়ি পানি আনতে যাবার সময় একই গ্রামের তরুণীর সাবেক স্বামী আজিজুল হকসহ ৩ জন তাকে তুলে নিয়ে যায়। এরপর তারা নির্যাতিত তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা রাতেই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ওসি আরও বলেন, সংবাদ পেয়ে শুক্রবার সকালে ওই তরুণীকে উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে অভিযান চালিয়ে তরুণীর সাবেক স্বামী আজিজুলের বোনজামাই সাইদুলকে গ্রেফতারের পর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বাকি দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/এমও