নিপীড়নের অভিযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে থাকার ঘোষণা বিশিষ্টজনদের
৩ জুন ২০২২ ২০:৫৬ | আপডেট: ৩ জুন ২০২২ ২২:৫২
চট্টগ্রাম ব্যুরো: পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল বাসিন্দা চট্টগ্রামে এক সমাবেশে এসে অভিযোগ করেছেন, তাদের জুম ভূমি (পাহাড়ে চাষাবাদের জমি) পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে তারা কোনো চাষাবাদ করতে পারছেন না। ভূমি হারিয়ে ভবিষ্যতের চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত এক সমাবেশে তারা এসব অভিযোগ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা। পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস ও বাংলাদেশ ‘আদিবাসী’ ফোরাম যৌথভাবে এ সমাবেশে আয়োজন করে।
সমাবেশে বান্দরবানের লামা উপজেলার লাংকম পাড়ার কারবারি লাংকম, পাড়াবাসী ইয় চং ম্রো, ঢেংগে ছড়া নতুন পাড়ার কারবারি রেংয়েন তাদের বিভিন্নভাবে নিপীড়নের বর্ণনা দেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলাউদ্দিন, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, জাতিগত সংখ্যালঘু অধিকার কর্মী তাপস হোড়, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বিনিময় চাকমা।
পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুপ্রিয় তঞ্চঙ্গ্যা।
সমাবেশে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘এদেশে আপনারা একা নন। আপনাদের পাশে আমরাও আছি। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশে কারো দাম্ভিকতাকে মানুষ বরদাশত করবে না। রাষ্ট্র যদি নাগরিকের ওপর নির্যাতন করে, তবে নাগরিকরা প্রতিবাদ করতে সংগঠিত হতেই পারে। বারবার অধিকার হরণ চলতে পারে না।’
সমাবেশে সিআরবি রক্ষা মঞ্চের মহিম উদ্দিন, ব্রাইট বাংলাদেশ ফোরামের উৎপল বড়ুয়া, লেখক শিপ্রা দাশ, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তং প্রং মো, ত্রিপুরা কল্যাণ ফোরামের সভাপতি সুরেশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম চট্টগ্রামের সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা, চবি ছাত্র নরেশ চাকমাও বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সারাবাংলা/আরডি/একে