Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক অপুকে অপহরণচেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১৯:৩২ | আপডেট: ৩ জুন ২০২২ ২২:০১

বরিশাল: সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণচেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ( (ডিবি)। তবে এই ঘটনায় মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর কাউনিয়া এলাকার মৃত. আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, ‘সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার ঘটনার পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি। মূলহোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে।’

তবে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মঞ্জুর হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আসামিরা দাবি করেছে, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিল তার ভবনে। সেটি নিয়ে মামুনের সঙ্গে সাংবাদিক অপূর্বর কথার কাটাকাটি হয়। সেজন্য অপুকে হেনস্তা করতে জেহাদ ও হাবিব নামে দুজনকে নির্দেশ দেয় মামুন। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।’

সারাবাংলা/একে

অপহরণ চেষ্টা টপ নিউজ সাংবাদিক অপু