Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের মূল হোতাসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১৮:৪৬

নওগাঁ: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূল হোতাসহ সাত জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ শহরের বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে চার জন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে একজন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮টি মোবাইল, ইলেকট্রিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের বিষয়টি জানতে পেরে চক্রের মূল হোতা মো. মেহেদী হাসান, তার স্ত্রী কনা খাতুনসহ পরীক্ষার্থীদের উপর নজরদারি অব্যাহত রাখা হয়। এতে ওই চক্রের একজনকে আটক করা হলেও বাকিদের সুনির্দিষ্ট অবস্থান বের করতে না পারার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। আটক কনা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহারুল ইসলাম ও সাবরিনা আক্তার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৩ জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা হয়। দু’জনকে ২০০ টাকা করে জরিমানা, দু’জনকে ১০ দিনের, একজনকে ১৫ দিনের, একজনকে ২০ দিনের, বাকি ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

আটক ৭ এনএসআই প্রশ্নফাঁস প্রাথমিকের প্রশ্নফাঁস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর