Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির আশ্বাস দিয়ে ধর্ষণের চেষ্টা, ২ বখাটে গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১৮:৩৭ | আপডেট: ৩ জুন ২০২২ ১৯:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চাকরির আশায় কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীতে এসে দুই বখাটের কবলে পড়েছিলেন এক তরুণী। বখাটেরা তাকে চাকরির আশ্বাস দিয়ে ধষর্ণের চেষ্টা করে। পুলিশ অভিযুক্ত দুই তরুণকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী টোল রোডে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দু’জন হল- জয় দাশ (২১) ও অপু দাশ (২১)। তারা আকবর শাহ থানার লতিফপুর এলাকার বাসিন্দা।

আক্রান্ত তরুণীর বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে জানিয়েছেন, ওই তরুণী নগরীর অলংকার মোড়ে একটি পোশাক কারখানায় চাকরি করতের। মাস দু’য়েক আগে তিনি চাকরি ছেড়ে কুমিল্লায় বাড়িতে চলে যান। সেখানে সৎ মায়ের অত্যাচারে টিকতে না পেরে বৃহস্পতিবার সকালে আবারও চট্টগ্রাম শহরে ফিরে আসেন। চাকরির আশায় আগের কারখানায় গিয়ে ঢুকতে পারেননি। কারখানার সাবেক এক নারী সহকর্মীর বাসায় গিয়ে জানতে পারেন, তিনি বাসা ছেড়ে চলে গেছেন। তার কাছে তখন কুমিল্লায় ফেরার টাকাও ছিল না।

‘হতাশ তরুণী হাঁটতে হাঁটতে আকবর শাহ বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে দুই বখাটে তার পিছু নেয়। তরুণী তাদের চাকরির আশায় চট্টগ্রাম শহরে আসার কথা বলেন। একইসঙ্গে কারখানায় ঢুকতে না পেরে বিড়ম্বনার কথাও জানান। দুই যুবক তাকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে টোল রোডে একটি ইটের ভাটার ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তরুণী চিৎকার দিয়ে ইটভাটা থেকে বেরিয়ে আসে। রাস্তায় এসে কান্না করতে করতে উপস্থিত লোকজনকে জানায়।’

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তরুণীর কাছ থেকে দুই বখাটের বিস্তারিত শুনে অভিযানে নামে। রাত সাড়ে ৮টার দিকে তাদের টোল রোড থেকে গ্রেফতার করা হয়। আক্রান্ত তরুণী তাদের ধর্ষণের চেষ্টাকারী হিসেবে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

এরপর ওই তরুণী বাদী হয়ে আকবর শাহ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ ধর্ষণ চেষ্টা বখাটে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর