স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ
৩ জুন ২০২২ ১৪:৩৬ | আপডেট: ৩ জুন ২০২২ ১৯:০৩
রংপুর: রংপুরের পীরগাছায় স্ত্রী আয়শা বেগমকে (২৬) কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মাইনুদ্দিন মিয়া (৩৬)। স্ত্রীর পরকীয়ার সম্পর্ক থাকার কারণে খুন করেছেন বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুন) রাত ৩টার দিকে উপজেলার অন্নদা নগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুই বছর ধরে মাইনুদ্দীনের স্ত্রী আয়শা বেগমের সঙ্গে ফারুক নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্কের কারণে তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের কারণে শুক্রবার মধ্যরাতে স্ত্রী আয়শা বেগমকে শাবল ও কুড়াল দিয়ে শরীরের আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেন মাইনুদ্দীন। এরপর লাশ ঘরের মধ্যে ফেলে রেখে সকাল ৭টার দিকে স্ত্রী হত্যার কথা জানিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মাইনুদ্দীন।
ওসি আরও জানায়, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইনুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এএম