Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২২ ১৪:০৪ | আপডেট: ৩ জুন ২০২২ ১৮:৪১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসে সৌদি আরব সফর করবেন। সৌদি আরব বাইডেনের দুই অগ্রাধিকার তেল উৎপাদন বৃদ্ধির এবং যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সহায়তা করার বিষয়ে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বাইডেন এ অঞ্চল সফরকালে সৌদি আরব যাত্রাবিরতি করবেন। অনেক দিন ধরেই তার সৌদি আরব সফরে যাওয়ার গুজব শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

সিএনএন জানায়, বাইডেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ২০১৮ সালে দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে অভিযুক্ত করে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি কেবলমাত্র বলেন, ‘প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।’

সারাবাংলা/এএম

জো বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর