Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২২ ১২:০৬

ভলোদিমির জেলেনস্কি, ফাইল ছবি

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের মোট ভূখণ্ডের ২০ শতাংশ দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে রুশ হামলার ১০০ দিন পূর্ণ হওয়ার কয়েকদিন আগেই এ কথা জানালেন তিনি। খবর বিবিসি।

ইউরোপের দেশ লুক্সেমবার্গের আইন প্রণেতাদের উদ্দেশ্যে করে এক ভার্চুয়াল সভায় জেলেনস্কি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর সম্মুখ সারির যোদ্ধারা দেশটির এক হাজার কিলোমিটারেরও বেশি (৬২১ মাইল) ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাশিয়ার পুরো সামরিক বাহিনীই এই আগ্রাসনের সঙ্গে জড়িত।’

দেশটির পূর্ব ডনবাস অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরে হামলা জোরদার করছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, শহরের বেশিরভাগ দখল করেছে রুশ বাহিনী। একইসঙ্গে স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং ভারী অস্ত্রের মজুদ করতে সক্ষম হয়েছে তারা।

ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেটস্ক। অঞ্চলটির গভর্নর সের্হি হাইদাই বলেন, রুশ বাহিনী ‘সব দিক থেকে’ শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করছে।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর