দেশের নাম বদলে ফেলল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২২ ০৯:২৪ | আপডেট: ৩ জুন ২০২২ ১৩:২৮
৩ জুন ২০২২ ০৯:২৪ | আপডেট: ৩ জুন ২০২২ ১৩:২৮
দেশের নাম বদলে ফেলল তুরস্ক। নাম বদলের অনুরোধে জাতিসংঘের অনুমোদন পাওয়ায় দেশটি এখন ‘তুর্কিয়ে’ নামে বিশ্ব দরবারে পরিচিত হবে।
এর আগে গত বছর থেকে দেশের নতুন নামকরণের প্রচারণা শুরু করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের অনুমতি পাওয়ার পর এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে।
নামকরণের প্রচারণায় নেমে সেসময় এরদোয়ান বলেছিলেন, তুর্কিয়ে নামই তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।
এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার কথা জানিয়ে জাতিসংঘ বলেছে, দ্রুতগতিতেই তুরস্কের নাম বদলের কাজটি শেষ করেছে তারা।
সারাবাংলা/এএম