কোনো ষড়যন্ত্র পদ্মা সেতু নির্মাণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি: হানিফ
২ জুন ২০২২ ২৩:১৪ | আপডেট: ২ জুন ২০২২ ২৩:৫৭
কুষ্টিয়া: পদ্মা সেতু নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র হলেও কোনো কিছুই এর নির্মাণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করেছে। পদ্মা সেতু যেন বাস্তবায়ন না হতে পারে, সেজন্য তাদের ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে। কিন্তু কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতু নির্মাণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি— এটি কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। কিন্তু বিএনপি তাদের দুর্নীতি-অপকর্ম ঢাকতেই আওয়ামী লীগ সরকারের হাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত বিভিন্ন অভিযোগ করে আসছে।
পদ্মা সেতু প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ আরও বলেন, বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছে, নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ পদ্মা সেতুকে ঘিরে।
বিরোধী রাজনৈতিক দলগুলের সঙ্গে বিএনপির সংলাপ প্রসঙ্গেও কথা বলেন হানিফ। তিনি বলেন, বিএনপি ও যুদ্ধাপরাধী দল জামায়াত ছাড়া সরকারবিরোধী আর কোনো দলের অস্তিত্ব রয়েছে বলে দেশের মানুষ বিশ্বাস করে না।
এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকাম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর