Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যাকেজিংয়ে পাটের ব্যাগের ব্যবহার বাস্তবায়নে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ২২:৪৭ | আপডেট: ২ জুন ২০২২ ২৩:০০

ফাইল ছবি

ঢাকা: চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ১৯টি পণ্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহৃত হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে নিত্যপণ্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার সংক্রান্ত ২০১০ সালের আইন বাস্তবায়নে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। আইন সচিব, কৃষি সচিব, পাট ও বস্ত্র সচিব, খাদ্য সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমাইয়া আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী সুমাইয়া আজিজ জানান, পাটের ব্যাগ ব্যবহার সংক্রান্ত ২০১০ সালের একটি আইন আছে। আইনে সব পণ্যের প্যাকেজিংয়ে পাটজাত ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে চাল, ডাল, চিনিসহ ১৯টি পণ্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার করার কথা বলা হয়।

সুমাইয়া আজিজ বলেন, আইন অনুযায়ী এসব পণ্য আমদানি, রফতানি, বিক্রিসহ সব ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এ আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের প্যাকেজিংয়ে পলিথিন জাতীয় ব্যাগ ব্যবহার করছেন। পলিথিন ব্যাগ একেবারেই পরিবেশবান্ধব নয়। এ কারণে গত ২৬ মে বাংলাদেশ জুট মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটকারীর পক্ষের এই আইনজীবী আরও বলেন, আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে নিত্যপণ্যের প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার সংক্রান্ত আইন কেন মানা হচ্ছে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে দুই মাসের মধ্যে সংশ্লিষ্টদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/টিআর

পাটের ব্যাগ প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর