Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলারের বিপরীতে ফের কমল টাকার মান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ২২:৩১ | আপডেট: ২ জুন ২০২২ ২৩:৪৬

ঢাকা: ফের ডলারের বিপরীতে কমল টাকার মান। এবার ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ৮৯ টাকা ৯০ পয়সায়, আগে যা ছিল ৮৯ টাকা।

বৃহম্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক রফতানির তুলনায় রেকর্ড পরিমাণ আমদানি ব্যয় বেড়েছে। এতে করে ডলারের উপর চাপ প‌ড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ডলারের রেট ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, ‘আন্তঃব্যাংক রেট ৮৯ টাকা ৯০ পয়সায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমদানি-রফতানির ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের নির্ধারিত রেটই কার্যকর হবে। অর্থাৎ বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব ব্যাংক নিজেরাই ডলারের দাম নির্ধারণ করে বিক্রি করতে পারবে। বিষয়টি আজ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আমদানি ব্যয় মেটাতে মার্কিন ডলারের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ডলারে দাম। ফলে কমে যাচ্ছে টাকার মান। ডলারের কয়েক বছরের রেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সায়। এ সময় মুদ্রাবাজার অনেকটা স্থিতিশীল ছিল। ২০২১ সালের শেষের দিকে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তা পরিশোধ করতে গিয়ে ডলারের চাহিদা বেড়ে যায়। ফলে কমতে শুরু করে টাকার মান।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো এক ডলার ৮৫ টাকা ছাড়িয়ে যায়। এর পর চলতি বছরের ৯ জানুয়ারি ৮৬ টাকা, গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে ডলারের রেট ২০ পয়সা বেড়ে হয় ৮৬ টাকা ২০ পয়সা। গত ২৭ এপ্রিল তা আ‌রও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। এরপর চলতি মে মাসে কয়েক দফায় ডলারের দাম ৩ টাকা ৫৫ পয়সা বেড়ে সর্বশেষ বৃহস্পতিবার ৮৯ টাকা ৯০ পয়সায উন্নীত হলো।

সারাবাংলা/জিএস/পিটিএম

টাকা ডলার বাংলাদেশ ব্যাংক মান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর