Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ পৌরসভায় নৌকার মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৯:৪৫ | আপডেট: ২ জুন ২০২২ ২১:১৬

ঢাকা : ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করায় নৌকার মনোনীত প্রার্থী আবদুল খালেকের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ জুন) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আবুল খালেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল ১ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারভিযানে বাধা প্রদান করে এবং প্রচারে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের হামলায় হামলায় স্বতন্ত্র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী, প্রার্থী ভাই আবু শাহরিয়ার জাহেদী প্রজ্জল, লাবলুর রহমান, রুবেল হোসেন ও মমিনুল ইসলামসহ ৫ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া আবদুল খালেকের সমর্থকরা এই হামলা চালিয়েছে। আক্রান্ত প্রার্থীর অভিযোগের তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে— মো. আবদুল খালেকের বিরুদ্ধেআচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়া হলে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে নির্বাচনের আচরণবিধি মেনে চলবেন বলে অঙ্গীকার করেন। কিন্তু গত ২৯ মে ঝিনাইদহ জেলার শিল্পকলা একাডেমীর মিলনায়তনে একজন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে সকল প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন বলে অঙ্গীকার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এরপরও মো. আবদুল খালেকের সমর্ধকরা গত ১ জুন অপর প্রার্থী মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী ও তার সমর্থকগণকে আক্রমণ করে আহত করেন। যা বিভিন্ন পত্রিকা ও সামজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে প্রকাশ পায়।

পৌরসভা নির্বাচনে বিধিমালা ২০১৫ এর বিধান লঙ্ঘন করেছেন আব্দুল খালেক । ফলে নির্বাচন কমিশন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে।

সারাবাংলা/জিএস/একে

আওয়ামী লীগ ইসি টপ নিউজ নির্বাচন কমিশন নৌকার মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর